পিটিআই এর কার্যক্রম/সেবা সমূহঃ
‘‘ মান সম্মত প্রাথমিক শিক্ষা বাসত্মবায়ন ’’ বাংলাদেশ সরকারের সাংবিধানিক অঙ্গিকার । জাতির এই অন্যতম মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সদাসয় সরকারের অঙ্গিকার পূরণের ক্ষেত্রে যে সমসত্ম কম্পোনেন্ট রয়েছে তার মধ্যে শ্রেণী শিক্ষনের মানোন্নয়ন যা নিশ্চিত হতে পারে কেবলই আধুনিক শিক্ষাদান পদ্ধতি, প্রক্রিয়া ও কলা -কৌশল সম্পর্কে শিক্ষক গণের যথার্থ প্রশিক্ষণ দানের মাধ্যমে একথা আজ সর্বজন স্বীকৃত যে, প্রশিক্ষণ-প্রয়োগ-সফলতা। তাই প্রতিষ্টানটি শুধু প্রশিক্ষণ দিয়েই দায়িত্ব শেষ করে না পাশাপাশি তা অনুসরন করে অর্থাৎ বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে শ্রেণী পাঠনার কাজকে অধিকতর তথ্য ও নবতর ধ্যান ধরণার ছোঁয়ায় সানিত করার দায়িত্বটুকু ও পালন করে থাকে। এ লক্ষ্য সামনে রেখে প্রতিষ্ঠানটি যে সমসত্ম সেবা দিয়ে থাকে তা হলোঃ-
Ø প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গণের প্রশিক্ষণ দান। এই প্রশিক্ষণ দীর্ঘ মেয়াদে অর্থাৎ ১ বৎসর ব্যাপি সি ইন এডপ্রশিক্ষণ। এছাড়া স্বল্প মেয়াদে প্রশিক্ষণ, ইউ আর সি – এর মাধ্যমে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দান।
Ø ম্যানেজিং কমিটির সভাপতি গণের প্রশিক্ষণ দান।
Ø নবনিযুক্ত প্রধান শিক্ষক গণের ফাউন্ডেশন ট্রেনিং দান।
Ø সহকারী উপজেলা শিক্ষা অফিসার গণের বিভিন্ন প্রশিক্ষণ দান।
Ø বিভিন্ন সত্মরের কর্মকর্তা গণের আমত্মঃ ব্যক্তিক যোগাযোগ (Inter personal comunicatiom) সম্পর্কীয় প্রশিক্ষণ দান।
Ø Action Resarch (এ্যাকশন রিসার্স ) পরিচালনা করা।
Ø ট্রেনিং নিড এ্যাসেস করা।
Ø প্রাথমিক সত্মরের বই-এর ট্রাই আউট করা।
Ø বিভিন্ন দেশের শিক্ষা সম্পর্কে ওভারসিস ট্রেনিং গ্রহণ করা ও তার থেকে লাগসই প্রযুক্তিকে দেশীয় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের মাধমে শিক্ষক গণের মধ্যে বিসত্মরণ ঘটানো।
Ø ICTল্যাবের মাধ্যমে শ্রেণী শিক্ষায় কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে শিক্ষকগণকে শিক্ষাদান করা।
Ø সাব ক্লাসটার ট্রেনিং পরিদর্শন করা।
Ø জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের নির্বাচনে অংশগ্রহণ।
Ø প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে শিক্ষা ক্ষেত্রে গ্রমীণ জন গোষ্টিকে উদ্বুদ্ধ করণ কর্মসূচি পালন করা।
Ø প্রত্যেক উপজেলায় উপজেলা রিসোর্স সেন্টার নামে একটি করে অফিস অত্র প্রতিষ্ঠানের নিয়ন্ত্রনাধীন রয়েছে। তার মাধ্যমে উপজেলার মডেল স্কুলটির মানোন্নয়ন সহ বিভিন্ন সরকারী নীতি বাস্তবায়ন করা হয়ে থাকে। উপজেলা রিসোর্স সেন্টারের মাধ্যমে মাঠ পর্যয়ের প্রাথমিক বিদ্যালয় গুলির পাঠদান সহ সমাজ উদ্বুদ্ধ করণের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও তদারকী করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS