Ø প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গণের প্রশিক্ষণ দান। এই প্রশিক্ষণ দীর্ঘ মেয়াদে অর্থাৎ ১০ মাস ব্যাপি পরিমার্জিত ডিপিএড ( বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স- বিটিপিটি) প্রশিক্ষণ। এছাড়া স্বল্প মেয়াদে প্রশিক্ষণ, ইউ আর সি – এর মাধ্যমে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দান।
Ø ম্যানেজিং কমিটির সভাপতি গণের প্রশিক্ষণ দান।
Ø নবনিযুক্ত প্রধান শিক্ষক গণের ইনডাকশন ট্রেনিং দান।
Ø সহকারী উপজেলা শিক্ষা অফিসার গণের বিভিন্ন প্রশিক্ষণ দান।
Ø বিভিন্ন স্তরের কর্মকর্তা গণের আন্তঃব্যাক্তিক যোগাযোগ (Inter personal comunicatiom) সম্পর্কীয় প্রশিক্ষণ দান।
Ø Action Resarch (এ্যাকশন রিসার্স ) পরিচালনা করা।
Ø ট্রেনিং নিড এ্যাসেস করা।
Ø প্রাথমিক সত্মরের বই-এর ট্রাই আউট করা।
Ø বিভিন্ন দেশের শিক্ষা সম্পর্কে ওভারসিস ট্রেনিং গ্রহণ করা ও তার থেকে লাগসই প্রযুক্তিকে দেশীয় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের মাধমে শিক্ষক গণের মধ্যে বিসত্মরণ ঘটানো।
Ø ICTল্যাবের মাধ্যমে শ্রেণী শিক্ষায় কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে শিক্ষকগণকে শিক্ষাদান করা।
Ø সাব ক্লাসটার ট্রেনিং পরিদর্শন করা।
Ø জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের নির্বাচনে অংশগ্রহণ।
Ø প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে শিক্ষা ক্ষেত্রে গ্রমীণ জন গোষ্টিকে উদ্বুদ্ধ করণ কর্মসূচি পালন করা।
Ø প্রত্যেক উপজেলায় উপজেলা রিসোর্স সেন্টার নামে একটি করে অফিস অত্র প্রতিষ্ঠানের নিয়ন্ত্রনাধীন রয়েছে। তার মাধ্যমে উপজেলার মডেল স্কুলটির মানোন্নয়ন সহ বিভিন্ন সরকারী নীতি বাস্তবায়ন করা হয়ে থাকে। উপজেলা রিসোর্স সেন্টারের মাধ্যমে মাঠ পর্যয়ের প্রাথমিক বিদ্যালয় গুলির পাঠদান সহ সমাজ উদ্বুদ্ধ করণের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও তদারকী করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস